দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর ২ ও ৩ নং ওয়ার্ডে কর্মসংস্থান-কর্মসূচি কাজে চরম অনিয়ম পরিলক্ষিত হয়েছে। ২ নং ওয়ার্ডে ২৫ জন শ্রমিকের স্থলে মাত্র ৭ জন এবং ৩ নং ওয়ার্ডে ২৮ জনের স্থলে মাত্র ১৬ জন শ্রমিক নিয়োগ করেছেন ইউপি সদস্য লিটন ও খোকন। গতকাল শনিবার সকালে সরেজমিন ঘুরে এ চিত্রই পাওয়া গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দু ইউপি সদস্য জানান, এ ক’দিন শ্রমিক কম ছিলো। তবে আজ রোববার থেকে সব শ্রমিক নিয়োগ করা হবে। শ্রমিক কম থাকার বিষয়ে তারা আরো বলেন, ইউপি চেয়ারম্যানকে ৩টি, ট্যাগ অফিসারকে ২টি, খাতা-কলমের মাস্টাররোল তৈরির জন্য ২টি লেবারের পয়সা রাখতেই শ্রমিক কম নেয়া হয়েছে। আর বাকি শ্রমিকের পয়সা কী হবে? জানতে চাইলে সন্তোষজনক জবাব দিতে পারেননি তারা। তবে বাকি শ্রমিকের টাকা দু ইউপি সদস্যের পকেটে যাবে বলে এলাকাবাসী ধারণা করছে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী আরো জানায়, ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও একই চিত্র পাওয়া যাবে বলে তাদের ধারণা। দু ওয়ার্ডে মোট ৩০ জন শ্রমিকের মাথাপিছু ২শ টাকা হারে প্রতিদিন ৬ হাজার টাকা এবং ৪০ দিনে ২ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অপচেষ্টার বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকার জনসাধারণ।