কার্পাসডাঙ্গা/আটকবর প্রতিনিধি: দামুড়হুদা বিভিন্ন পল্লিতে কোনোভাবেই যেন দমানো যাচ্ছে না চাঁদাবাজচক্রকে। দিনদিন বেপরোয়া হয়ে উঠছে তারা। দামুড়হুদার বিভিন্ন এলাকায় চলছে নীরব চাঁদাবাজি। দাবিকৃত চাঁদার টাকা না পেলেই বোমার বিস্ফোরণ ঘটিয়ে সৃষ্টি করা হচ্ছে আতঙ্ক। কয়েকদিনের ব্যবধানে দামুড়হুদার জগন্নাথপুরে আবারো গতরাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চাঁদাবাজরা চাঁদার টাকা না পেয়ে পল্লি চিকিৎসকের বাড়িতে শক্তিশালী বোমা নিক্ষেপ করেছে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের জগন্নাথপুর বাজারপাড়ার রঞ্জন রক্ষিতের ছেলে পল্লি চিকিৎসক পরিতোষ রক্ষিতের কাছে বেশ কয়েকদিন থেকে মোবাইলফোনে চাঁদা দাবি করে আসছিলো চাঁদাবাজচক্র। চাঁদার টাকা না পেয়ে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ৫/৬ জনের মুখোশধারী চাঁদাবাজ হামলা চালায় পরিতোষের বাড়িতে। এ সময় চাঁদাবাজরা বাড়ির প্রধান ফটকের সামনে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কিত করে তোলে গোটা এলাকা। এ বিষয়ে জানার জন্য স্থানীয় পুলিশ ক্যাম্প ইনচার্জকে মোবাইলফোনে চেষ্টা করা হলেও তিনি অজ্ঞাত কারণে কল রিসিভ করেননি। তবে নাটুদহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কিছুক্ষণ পর দামুড়হুদা থানার ওসি আহসান হাবীবও ঘটনাস্থল পরিদর্শন করেন।