মাথাভাঙ্গা মনিটর: পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক স্টেশন থেকে দু বাংলাদেশি তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। দু তরুণীকে বর্তমানে তমলুক নিমতৌড়ি জুভেনাইল হোমে রাখা হয়েছে৷ চলতি মাসের প্রথমদিকে বাংলাদেশের বাগেরহাট জেলার মিনা খাতুন (১৯) এবং ঝিনাইদহ জেলার প্রিয়া খাতুন ওরফে নার্গিসকে (১৮) তমলুক স্টেশন থেকে উদ্ধার করা হয়৷ পুলিশের কাছে মিনা ও নার্গিস নিজেদের বাসার ঠিকানা ছাড়া আর কোনো তথ্য জানাতে পারছে না৷ পুলিশের প্রাথমিক অনুমান পাচারের উদ্দেশ্যে বাংলাদেশের দু তরুণীকে ভারতের কোনো বড় শহরে নিয়ে যাওয়া হচ্ছিল৷ তরুণী দুটি স্টেশনে দীর্ঘক্ষণ বসে থাকায় সন্দেহ হয় স্থানীয় দোকানীদের৷ তখন পুলিশে খবর দেয়া হলে পুলিশ তাদের উদ্ধার করে হোমে পাঠিয়ে দেয়। দু তরুণী হোম কর্তৃপক্ষের কাছে দেশে পাঠানোর আর্জি জানিয়েছে।