ইবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে গতকাল শনিবার পালিত হলো স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ক্যাম্পাসজুড়ে ছিলো সাজ সাজ রব। তরুণ-তরুণীরা সেজেছিলো এক ভিন্ন সাজে। দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন হাতে নিয়েছিলো নানা পদক্ষেপ। দিনের শুরুতেই সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশে মিলিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও উদযাপন কমিটির উপআহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার ও উপউপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান। উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নজিবুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইকবাল হুসাইন, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসাইন প্রমুখ। উপাচার্য তার বক্তব্যে বলেন, গুঁটি গুঁটি করে এগিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় আজ (গতকাল) ৩৫ বছরে পদার্পণ করেছে। সকলের সহযোগিতা থাকলে বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানদণ্ডে দাঁড় করানো সম্ভব।