আলমডাঙ্গা ব্যুরো: গতকাল শনিবার দুপুরে আলমডাঙ্গা শহরে রাস্তার পাশে থাকা সরকারি গাছ কাটার সময় কাশেম আলী নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। সে জানিয়েছে মজনু নামের এক কাঠব্যাবসায়ী তাকে ওই গাছ কাটতে পাঠিয়েছে।
এলাকাসূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের বাড়ির সামনে রাস্তার পাশে একটি মোটা কদমগাছ দীর্ঘদিন ধরে এলাকায় শোভাবর্ধন ও ছায়া দিয়ে আসছে। কিছুদিন আগে আলমডাঙ্গার এক নেতা প্রায় ২ কোটি টাকা ব্যয়ে গাছটির পেছনের দিকে নির্মাণ করেন একটি বিলাসবহুল বাড়ি। গাছটি সামনে থাকায় তার বাড়ির চেহারা সবাই দেখতে পাবে না বলে গাছটি কেটে ফেলার পরিকল্পনা করেন। কিন্তু সরকারি রাস্তার গাছ ও এলাকাবাসীর বাধার মুখে সে কাটতে পারবে না বলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটি দুষ্টুচক্রের সদস্যদের হাত করেন। কথা হয় গাছ কাটা হয়ে গেলে আরও টাকা দেবে বকশিস হিসেবে। টাকার লোভে চক্রটি রাজি হয়ে আলমডাঙ্গা পশুহাটের কাঠব্যবসায়ী মজনুর সাথে চুক্তিবদ্ধ হয়ে নামমাত্র দামে গাছটি বিক্রি করে। মজনুও সুযোগ মতো গতকাল আলমডাঙ্গা পশুহাটপাড়ার মৃত আজাহার মণ্ডলের ছেলে কাশেমকে গাছ কাটতে পাঠায়। কাশেম গাছ কাটা শুরু করলে এলাকার লোকজন থানায় খবর দেয়। থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নির্দেশে এসআই পিয়ার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে গাছ কাটার সময় কাশেমকে হাতেনাতে আটক করেন।