আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শহরের এক সময়ের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সিরাজ মিয়ার স্ত্রী রোকেয়া বেগম রেনু বার্ধক্যজনিত কারণে মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। গতকাল শনিবার বেলা সোয়া ১১টার দিকে তিনি মারা যান। গতকাল বাদ মাগরিব দারুস সালাম ময়দানে জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন তার জ্যেষ্ঠপুত্র আবুল কালাম আজাদ বেল্টু মিয়া।