স্টাফ রিপোর্টার: দু নেতা-কর্মী হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম জেলায় আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। চট্টগ্রাম নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ গতকাল শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন। চট্টগ্রামের মিরসরাইয়ে হামলা চালিয়ে এক জামায়াতকর্মীকে খুন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সমিতির হাটে জামায়াতকর্মী জসিম উদ্দিনের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিন মারা যায়। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূইয়া বলেন, জসিম উদ্দিন নামের এক জামায়াতকর্মী খুন হয়েছে বলে শুনেছি। তবে কে বা কারা তাকে খুন করেছে তা আমরা জানি না। এর আগে গত বুধবার সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে জামায়াতের এক নেতার লাশ পাওয়া যায়।