সাংবাদিক ও রাজনীতিক ওয়ালিউল ইসলাম রঞ্জুর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

 

জীবননগর ব্যুরো: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ জীবননগর উপজেলা শাখার প্রয়াত সভাপতি ও জীবননগর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক ওয়ালিউল ইসলাম রঞ্জুর প্রথম মৃত্যুবার্ষিকী গতকাল শুক্রবার পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে জীবননগর বাসস্ট্যান্ড জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া পরিচালনা করেন জীবননগর আলিম মাদরাসার অধ্যক্ষ বাসস্ট্যান্ড জামে মজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক। ওয়ালিউল ইসলাম রঞ্জুর দোয়ার অনুষ্ঠানে প্রেসক্লাবের সহসম্পাদক জিএ জাহিদুল ইসলাম, উপজেলা জাসদ সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক শামসুল আলম, জাসদ নেতা হযরত আলী, আকবর হোসেন, শফিকুল ইসলাম ও শরিফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।