মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সের ভেতরে মদ্যপ অবস্থায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে ছিটকে পরে মেহেরপুর শহরের টুটুল (১৮), পৌর ঈদগাহপাড়ার খোকন (৩০) ও হায়দার আলী (২৮) আহত হয়েছে। আহতদের মুজিবনগর থানা পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুজিবনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ডাক্তার জানান, আহতদের অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে। আহতদের পরিবারের লোকজন পুলিশের কাছে মুচলেকা দিলে পুলিশ তাদের ছেড়ে দেয়। মুজিবনগর থানার এএসআই উত্তম কুমার ও স্থানীয়রা জানান, মুজিবনগর কমপ্লেক্সের ভেতরে তিন যুবক মদপান অবস্থায় দ্রুত মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আনসার ক্যাম্পের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে ছিটক পড়লে স্থানীয় লোকজন ও মুজিবনগর থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।