কার্পাসডাঙ্গা/কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার বিভিন্ন এলাকায় চলছে নীরব চাঁদাবাজি। সক্রিয় চাঁদাবাজচক্র বেপরোয়া হয়ে উঠেছে। দাবিকৃত চাদার টাকা না পেলেই বোমার বিস্ফোরণ ঘটিয়ে সৃষ্টি করছে আতঙ্ক। চাঁদার টাকা না পেয়ে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় চরমভাবে বিরাজ করছে আতঙ্ক। দামুড়হুদার ধান্যঘরা গ্রামে আবারো ঘটলো বোমা বিস্ফোরণের ঘটনা। নদী ব্রিক্সে চাঁদার টাকা না পেয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে চাঁদাবাজচক্র। পুলিশ বলেছে ভিন্ন কথা।
অভিযোগে জানা গেছে, বেশ কিছুদিন থেকে দামুড়হুদার ধান্যঘরার নদী ব্রিক্সের মালিক সুলতান মিয়ার কাছে অজ্ঞাত চাঁদাবাজচক্র ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ৬/৭ জন চাঁদাবাজ নদী ব্রিক্সে যায় দাবিকৃত চাঁদার টাকা আনতে। এ সময় ব্রিক্সের মালিক সুলতানকে না পেয়ে পাহারাদার মনিরুজ্জামান ওরফে মনিরকে মারধর করে তার ব্যবহৃত মোবাইলফোন ছিনিয়ে নেয়। ইটভাটা চালু করার আগে দাবিকৃত ১ লাখ টাকা পরিশোধের জন্য হুমকি দেয় চাঁদাবাজরা। যাওয়ার সময় বিক্সের ট্রাক্টরের ওপর একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে চাঁদাবাজরা। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ব্রিক্সের মালিক সুলতান মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান কার্পাসডাঙ্গা আইসি ইনচার্জ এসআই ওয়ালিয়ার রহমান। চাঁদার অভিযোগ অস্বীকার করে ওয়ালিয়ার রহমান বলেছেন, কে বা কারা পটকা ফুটিয়েছে। তবে তাদের খুঁজে বের করার জন্য শুরু হয়েছে অভিযান।