স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া থেকে চুরি হওয়া একটি মাইক্রোবাস চট্টগ্রাম নগরী থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয় বলে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) বাবুল আক্তার জানান। এ ঘটনায় মো. আবুল হোসেন ওরফে ইকবাল (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নগরীর বায়েজিদ থানার হাজিপাড়ার বাসিন্দা। এডিসি বাবুল আক্তার বলেন, গত ১৫ নভেম্বর ইকবাল ও তার তিন সহযোগী নিজেদের কুষ্টিয়া সদর থানার এসআই পরিচয় দিয়ে কুষ্টিয়ার কমলাপুর এলাকা থেকে মাইক্রোবাসটি ভাড়া নেয়। তারা বগুড়া যাওয়ার কথা বলে মাইক্রোবাসটি ভাড়া নেয়। পথে নাটোরে পৌঁছে চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে এবং গাজীপুর চৌরাস্তা এলাকায় তাকে নামিয়ে দেয়। এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ চট্টগ্রাম নগর পুলিশের সহায়তা চাইলে গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে নগরীর মেহেদীবাগ এলাকা থেকে ইকবালকে গ্রেফতার করে বলে জানান পুলিশ কর্মকর্তা বাবুল।