মেহেরপুর অফিস: জাতীয়তাবাদী মহিলাদল মেহেরপুর জেলা কমিটির উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা মহিলাদলের সভাপতি রোমান আহমেদ রুমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াছ হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা জাতীয় পাটি (বিজেপি) আহ্বায়ক শেখ সাঈদ আহমেদ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক তোফায়েল আহমেদ, জেলা ছাত্রদল নেতা আহমেদ রাজিব খান, সোহেল হোসেন, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক দিলরুবা খাতুনসহ মহিলা দলের নেতৃবৃন্দ। কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অপরদিকে মেহেরপুর জেলা তারেক পরিষদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। মেহেরপুর জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আনছার-উল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন। জেলা তারেক পরিষদের সভাপতি রাশিকুল ইসলাম রাশুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম বড় বাবু। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ারুল হক কালু, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, আব্দুল হান্নান, পৌর যুবদলের সহসভাপতি আনিছুর রহমান লাবলু, সাধরণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তপন, যুগ্মসম্পাদক সামছুল আযম লিন্টু, যুবদল নেতা একরামুল হক একা, জুলফিকার বাবু, মোস্তাক রাজা, মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মো. মোস্তাকিম, সহসভাপতি মীর আলমগীর ইকবাল আলম, ছাত্রদল নেতা জনি, রিজভী, সানি, লিটন, রনি প্রমুখ। প্রধান অতিথি আনছার-উল হক বলেন, আমাদের বাংলাদেশের চে-গুয়েভার ভবিষ্যত রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যতোই ষড়যন্ত্র করা হোক; রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে রাষ্ট্র নায়ক তারেক রহমানকে বসাতে চাই। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তারেক পরিষদের সাধারণ সম্পাদক সেলিম রেজা কল্লোল।