মেহেরপুর পিরোজপুর গোল্ডকাপ ফুটবলে টেংরামারী যুব সংঘ জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামবাসীর উদ্যোগে পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত পিরোজপুর নকআউট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টেংরামারী যুব সংঘ জয়লাভ করে সেমিফাইনালে উঠেছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের শেষ খেলায় মেহেরপুর সদর উপজেলার টেংরামারী যুব সংঘ ৪-০ গোলে সদর উপজেলার সাহেবপুর ইয়াং স্টার ক্লাবকে পরাজিত করে। খেলায় বিজয়ী টেংরামারী যুব সংঘের মানিক ৩টি ও সোহান ১টি গোলটি করে। খেলা পরিচালনা করেন মিন্টু এবং সহযোগিতা করেন লাল্টু ও লিটন। ধারাভাষ্য দেন রুমেল। পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামছুল আলম, ইউপি সদস্য আব্দুল মান্নান ও ওহিদুর রহমান ডাবলুসহ বহুদর্শক খেলাটি উপভোগ করেন। ইতোমধ্যে টেংরামারী যুব সংঘসহ মোট ৪টি দল সেমিফাইনালে উঠেছে। বাকি ৩টি দল হলো- সদর উপজেলার কলাইডাঙ্গা ফুটবল একাদশ, আশরাফপুর একাদশ ও পিরোজপুর জনতা ক্লাব।