নির্বাচন শান্তিপূর্ণ হবে কি-না জানি না তবে চেষ্টা করি : এরশাদ
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, যারা এখন ক্ষমতায় আছে, তারাই এক সময় তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য আন্দোলন করেছিলো। আবার এ সরকারই ব্যবস্থা বিলুপ্ত করেছে। আমি নিজেই জানি না নির্বাচন শান্তিপূর্ণ হবে কি-না। তবে চেষ্টা করে দেখি। গতকাল বৃহস্পতিবার দুপুরে দলের বনানী কার্যালয়ে এক যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, আমি নির্বাচনে গিয়ে দেশে তৃতীয় শক্তি আসার পথ বন্ধ করেছি। নির্বাচনে না গেলে দেশে গৃহযুদ্ধ সৃষ্টি হতো। দেশ অনিশ্চয়তার দিকে যেত। অর্থনৈতিক অবস্থার অবনতি হতো। এমনকি তৃতীয় শক্তির অভ্যূত্থানেরও সম্ভাবনা ছিলো। দেশকে এ অচল অবস্থা থেকে মুক্তি দিতেই আমি নির্বাচনে গিয়েছি। এরশাদ বলেন, সারাদেশ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। জাতীয় পার্টি ক্ষমতায় আসবেই। ক্ষমতায় এসে দেশকে অনিশ্চয়তার হাত থেকে মুক্তি দেব। তিনি আরও বলেন, অন্যদলের জন্য আমি আমার দলের ক্ষতি করতে পারি না। এজন্যই আমি এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সরকারকে সতর্ক করতে বিভিন্ন সময়ে বলেছি- বিরোধীদল না এলে আমি নির্বাচনে যাবো না। বিরোধীদলের উদ্দেশে এরশাদ বলেন, সরকার হটানোর তিনটি উপায় আছে: একটি হলো ভোটের মাধ্যমে, অন্যটি গণঅভ্যুত্থান ঘটিয়ে, আরেকটি সেনাবাহিনীর ক্যু করে।