দর্শনা ও নিমতলা বিজিবির মাদক ও সন্ত্রাসবিরোধী পৃথক পৃথক অভিযান

১টি পিস্তল ৩ রাউন্ড গুলি দুটি মোটরসাইকেল ফেনসিডিল ও মদ উদ্ধার

 

দর্শনা অফিস: দর্শনা ও নিমতলা বিজিবি সদস্যরা সন্ত্রাস ও মাদকবিরোধী পৃথক পৃথক কয়েকটি অভিযান চালিয়েছেএ অভিযানে বিজিবি সদস্যরা ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টি মোটরসাইকেল, ৩২০ বোতল ফেনসিডিল ও ১৪৩ বোতল মদ উদ্ধার করেছেআটক করতে পারেনি কাউকেক্যাম্প পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল মনিরুজ্জামান

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার তোতা মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সিংনগর হালদারপাড়া মাঠেবিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্রপাচারকারীচক্র ভারতীয় অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায়ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ভারতের তৈরি একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেসকাল ৮টার দিকে বিজিবির একই দল মাদকবিরোধী অভিযান চালান নিমতলা মাঠেওই মাঠ থেকে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে ৩৬ বোতল ফেনসিডিলগত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবির একই দল ওই মাঠ থেকেই পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ১শ ৮০ বোতল ফেনসিডিলগত বুধবার রাত ৩টার দিকে দর্শনা বিজিবির নিজস্ব গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার শওকত আলী সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের জয়নগর সীমান্ত মাঠেওই মাঠ থেকে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ১শ ৪৩ বোতল ভারতীয় ইএম বস মদ ও ১২ বোতল ফেনসিডিলএছাড়া বুধবার সকাল ১০টার দিকে বিজিবির নিজস্ব গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার শওকত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুর মাঠেওই মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন বিজিবি সদস্যরাএকই দিন বিকল ৫টার দিকে বিজিবির একই দল মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পার্শ্ববর্ত আকন্দবাড়িয়া গাংপাড়ায়এ সময় বিজিবির উপস্থিতি টের পেয় দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় কয়েকজন ফেনসিডিলকারবারীঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা লাল রঙের একটি ফ্রিডম মোটরসাইকেল (চুয়াডাঙ্গা-হ-১১-৬৩৯৮) ও লাল রঙেয়ের নম্বরবিহীন একটি ডায়াং মোটরসাইকেলবিজিবি সদস্যরা দুটি মোটরসাইকেল থেকে উদ্ধার করেছে ৫ বোতল ফেনসিডিলনিমতলা বিজিবির লাগাতার সফল অভিযানের খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই ক্যাম্প পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল মনিরুজ্জামানএ সময় আরো উপস্থিত ছিলেন দর্শনা কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মহাসিন আলী, নিমতলা ক্যাম্প কমান্ডার হাবিলদার ফারুক হোসেন প্রমুখ