টিপ্পনী

 

খবর: (বাংলার মাটিতে নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো নেই)

 

গোয়ার্তুমি ছাড়ুন আপু

গোয়ার্তুমি ছাড়ুন,

পারলে আবার উদার মনে

সংলাপে হাত নাড়ুন

 

নতুন করে এই জনতার

জন্য কিছু করুন,

নিজের কথা থেকে না হয়

একটুখানি সরুন।

 

আমজনতার জন্য এবার

নতুন কিছু বলুন,

সবার সাথে মিলিজুলি

নির্বাচনে চলুন।

 

-আহাদ আলী মোল্লা