চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় ও কেদারগঞ্জে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

ওজনে কম ও অবৈধ বিদ্যুত সংযোগের অপরাধে জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওজনে কম দেয়া ও অবৈধ বিদ্যুত সংযোগ নেয়ার অপরাধে জরিমানা করেছেন। চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোখলেছুর রহমান ও মু. রেজা হাসানের নেতৃত্বে এ দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড়ের সাদ্দামের দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ওই দোকানে অবৈধভাবে বিদ্যুত সংযোগ নেয়ার দায়ে এক হাজার টাকা জরিমানা করা হয়। পার্শ্ববর্তী আমানত উল্লাহ আবাসিক বিদ্যুত সংযোগ নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন। এ অপরাধে তাকেও এক হাজার টাকা জারিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেন মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওজোপাডিকোর উপবিভাগীয় প্রকৌশলী বরাত আলী উপস্থিত ছিলেন।

অপরদিকে, চুয়াডাঙ্গা কেদারগঞ্জ নতুন বাজারে সবজি বাজার ও মাছপট্টিতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। বেলা সাড়ে ১২টার দিকে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত ওজনে কম দেয়ার অপরাধে পাঁচজনের এক হাজার তিনশ টাকা জরিমানা করেন। এদের মধ্যে তিনজন হলেন শ্যাম হালদার, আবুল কাশেম, দেলোয়ার। দুটি ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করেন পেশকার নাজমুল হক।