মাথাভাঙ্গা মনিটর: ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার রেকর্ড ভেঙে বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে সদ্য মুক্তি পাওয়া ‘কৃষ থ্রি’। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, টানা তিন বছর বক্স অফিসে সেরা আয়কারী সিনেমার স্থান দখলে রেখেছিলো আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’। এরপর চলতি বছর পুরনো সব বলিউডি রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’। তবে ওই রেকর্ড ভেঙে আবারও নতুন রেকর্ড গড়ছে সুপারহিরো সিনেমা ‘কৃষ থ্রি’। ১ নভেম্বর মুক্তির পর ১৫ দিনে ২২৮ কোটি রুপি আয় করে ‘চেন্নাই এক্সপ্রেস’কে পেছনে ফেলেছে হৃত্বিক রোশান অভিনীত ‘কৃষ থ্রি’।
ভারতব্যাপী ‘চেন্নাই এক্সপ্রেস’ আয় করে প্রায় ২২৭ কোটি রুপি। ‘থ্রি ইডিয়টস’র আয় ছিলো ২০২ কোটির কিছু বেশি। সিনেমা দুটিকে খুব অল্প সময়েই টপকে গেছে রাকেশ রোশান পরিচালিত ‘কোয়ি মিল গ্যায়া’ এবং ‘কৃষ’ সিরিজের তৃতীয় সিনেমাটি। রাকেশ রোশান সংবাদমাধ্যমকে জানান, প্রায় সাড়ে দুকোটি রুপি বক্স অফিস থেকে তুলে নিয়েছে ‘কৃষ থ্রি’। এর মোট আয় ২২৮.২৩ কোটি রুপি। টানা দুসপ্তাহ প্রতিদ্বন্দ্বী ছাড়া বক্স অফিসে রাজত্ব করার কারণেই ‘কৃষ থ্রি’ এতো সফল হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।