বিদেশে পাঠানোর নাম করে সাড়ে ৪ লাখ টাকা গায়েব
স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার জেহালা গ্রামের আদমব্যবসায়ী বাবু চৌধুরী বিদেশ পাঠাবার কথা বলে কুষ্টিয়ার ৪ যুবকের কাছ থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের জেহালা গ্রামের মৃত মৌসুদ চৌধুরীর ছেলে বাবু চৌধুরী কুষ্টিয়া মিরপুর থানার পুরাতন আজমপুর গ্রামের হাজি তাহেরের ছেলে আতাউরের মাধ্যমে টাকা হাতিয়ে নেন। কুষ্টিয়া দৌলতপুরের শিপন, সাত্তার, হাবিব ও আজমপুরের ৪ যুবককে কুয়েতে নিয়ে যাওয়ার কথা বলে ৪ লাখ ৪৫ হাজার টাকা গ্রহণ করেন। বিদেশে না পাঠিয়ে বিভিন্ন ছলচাতুরি করতে থাকেন বাবু চৌধুরী। গত বছরের জুলাই মাসে আতাউর বাবু চৌধুরীর বিরুদ্ধে জেহালা ইউনিয়ন পরিষদে অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়, কুষ্টিয়া ডাচবাংলা ব্যাংকের কুষ্টিয়া শাখার ১০৮১০১২২৯৯৫৪ হিসাব নম্বরের মাধ্যমে বাবু চৌধুরীকে টাকা দেয়া হয়েছে। তবে বাবু চৌধুরী টাকা নেয়ার কথা অস্বীকার করেন। জেহালা ইউনিয়ন পরিষদে বিষয়টি আপস না হওয়ায় চেয়ারম্যান আদালতে মামলা করার পরামর্শ দেন। এ ব্যাপারে গত বুধবার সকাল ১০টায় এলাকাবাসীর সহযোগিতায় আদমব্যবসায়ী বাবু চৌধুরীর অবৈধভাবে নির্মিত মুন্সিগঞ্জ রেলস্টেশনের হোটেলে তালা লাগিয়ে দেয়া হয়। এ ব্যাপারে অভিযুক্ত বাবু চৌধুরীর সাথে কথা বলা সম্ভব হয়নি।