মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা দক্ষিণপাড়ায় বাড়ির পাশে পুকুরে কাপড় ধুতে গিয়ে ৮ সন্তানের জননী বৃদ্ধার করুন মৃত্যু হয়েছে।
গ্রামসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গার দক্ষিণপাড়ার কতব আলীর স্ত্রী ৮ সন্তানের জননী রিজিয়া খাতুন (৭৫) গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের পুকুরে নিজের কাপড় ধুতে যান। এ সময় শরীরে কাপড় জড়িয়ে পানিতে পড়ে যান। বাড়িতে ফিরে তার মেজ ছেলে রকিবুল মাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুজি করতে গিয়ে পুকুরে লাশ ভাসতে দেখে চিৎকার করতে থাকে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে তাদের সহযোগিতায় লাশ উদ্বার করা হয়। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার একটি টিম লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেয়। এ ব্যাপারে গতকাল আলমডাঙ্গা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল সন্ধ্যায় লাশের জানাজা শেষে দাফনকাজ সম্পন্ন হয়েছে।