জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভার ২নং প্যানেল মেয়র ওয়ার্ড বিএনপির সভাপতি কাজি নাসির ইকবাল ঠাণ্ডুর (৪৩) বাড়িতে দুর্বৃত্তরা শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ওসি (তদন্ত) শাখাওয়াত হোসেন ঘটনাস্থল থেকে বোমার আলামত সংগ্রহ করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার ভোরে ৮-৯ জন দুস্কৃতী কাউন্সিলর কাজী নাসির ইকবাল ঠাণ্ডুর হাসপাতালপাড়াস্থ বাড়ির সন্নিকটে আসেন। কিন্তু ভোর হওয়ায় বাড়ির গেট খোলা না থাকায় তারা বাড়ির ভেতরে ঢুকতে ব্যর্থ হয়। এসময় তারা আতঙ্ক সৃষ্টি করতে কাউন্সিলর ঠাণ্ডুর বাড়ি গেটে শক্তিশালী একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বোমার বিকট শব্দে ঠাণ্ডু ও পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এ সময় অনেকে ঠাণ্ডুর বাড়িতে ছুটে আসে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রকিব খান জানান, দুস্কৃতী এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য এ বোমা হামলা চালিয়েছে।