মেহেরপুর অফিস: মেহেরপুর গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে ডাকাতির ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে গ্রামবাসী। গতকাল বুধবার সকালে গ্রামের দু শতাধিক নারী-পুরুষ মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে এ দাবি জানায়। আসামিদের গ্রেফতারে পুলিশের সর্বোচ্চ চেষ্টার আশ্বাসে ফিরে আসে গ্রামবাসী। এ সময় উপস্থিত ছিলেন জুগিন্দা গ্রামের ইউপি সদস্য জাফর আলী ও গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশারসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তাদের দাবি আসামি দ্রুত গ্রেফতার না হলে আবারো মামলার বাদী ও সাক্ষীদের ওপর হামলা হতে পারে। তাই দ্রুত গ্রেফতার করে তাদের শাস্তি নিশ্চিত করলে গ্রামবাসী শান্তিতে বসবাস করতে পারবে।
জাফর আলী জানিয়েছেন, পুলিশ সুপার প্রতিনিধির মাধ্যমে তাদের আশ্বস্ত করেছেন যে, ঘটনার সাথে জড়িত একজন গ্রেফতার হয়েছে। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছে। দ্রুত বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশের বিভিন্ন দল নানাভাবে অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর রাত দেড়টার দিকে জুগিন্দা গ্রামে সশস্ত্র ডাকাতদল হানা দিয়ে ৭টি বাড়িতে লুটপাট চালায়। প্রতিরোধ করতে গিয়ে ডাকাতদলের বোমা হামলায় নিহত হন ওই গ্রামের স্বপন হোসেন (৩০)।