স্টাফ রিপোর্টার: অজ্ঞান পার্টি নাকি অন্য কিছু? অজ্ঞানপার্টির সদস্যরা তো টাকার ব্যাগে ব্লেড মারে না? ব্লেড দিয়ে কাটা ব্যাগসহ চুয়াডাঙ্গা স্টেশন থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ওমর আলীকে হাসপাতালে ভর্তির সময় এরকমই প্রশ্ন ওঠে।
গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা স্টেশন থেকে তাকে উদ্ধার করে এক ভ্যানচালক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। ভর্তির পর চিকিৎসাধীন থাকার এক পর্যায়ে ওমর আলীকে তার নিকটজনেরা সরিয়ে নেন। ওমর আলী চুয়াডাঙ্গা দামুড়হুদার উজিরপুর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী।
পরিবারের সদস্যরা বলেছেন, আব্দুর রহমানের ছেলে ওমর আলী ৬ দিন আগে খুলনায় যান। এলাকা থেকে কাঁচামাল তার নামে খুলনায় পাঠানো হয়, তিনি সেখানের আড়তে বিক্রি করেন। গতপরশু রাতে তিনি ফিরছিলেন। গতকাল ভোরে গোয়ালন্দগামী নকশিকাঁথা এক্সপ্রেস স্টেশন ত্যাগ করার সময় প্লাটফর্মে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এক ভ্যানচালক দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে পরিবারের লোকজনকে খবর দেন।
ওমর আলীর কাছে ছিলো একটি ব্যাগ। ব্যাগটি ব্লেড দিয়ে কাটা। জ্ঞান ফিরতেই তিনি টাকা, টাকার ব্যাগের খোঁজ করতে থাকেন।