স্টাফ রিপোর্টার: যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায় ফাঁসের মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এমপির আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গতকাল বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলের জাতীয় রাজস্ব বোর্ড ভবনের কাছে তার চেম্বার থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পরপরই তাকে নিয়ে যাওয়া হয় মিন্টু রোডের ডিবি অফিসে।
মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান ব্যারিস্টার ফখরুল ইসলামের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাইব্যুনাল থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের কপি ফাঁস হওয়ার ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আটক আইনজীবীর চেম্বারের অফিস সহকারী লাবু জানিয়েছেন, বিকেল সোয়া তিনটার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম কোনো ওয়ারেন্ট না দেখিয়েই ব্যারিস্টার ফখরুল ইসলামকে তাদের সাথে নিয়ে যান। গত ৪ অক্টোবর চেম্বারে তল্লাশি চালিয়ে কম্পিউটারসহ অন্যান্য সামগ্রী জব্দ করেন গোয়েন্দারা। প্রসঙ্গত, গত ১ অক্টোবর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। তবে ওই রায় ঘোষণার আগেই ফাঁস হয়েছে বলে দাবি করেন তার পরিবারের সদস্যরা। একটি ওয়েবসাইটে প্রকাশিত কথিত রায়ের অনুলিপিও দেখান তারা। পরদিন ট্রাইব্যুনাল খসরা রায়ের একটি অংশ ফাঁস হয়েছে জানিয়ে শাহবাগ থানায় জিডি করে। ওই জিডির তদন্তের ভিত্তিতে পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়।