স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের রোয়াকুলি নামকস্থানে দুর্ঘটনায় গুরুতর জখম মনির হোসনেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়া হয়েছে। মনির হোসেন তার এক বন্ধুর সাথে পোড়াদহ থেকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হয়ে রোয়াকুলিতে বিপরীতমুখি প্রাইভেটের সাথে ধাক্কা মেরে আছড়ে পড়ে। দুর্ঘটনাটি ঘটে গতকাল বুধবার বেলা ১১টার দিকে।
মনির হোসেনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। হাসপাতালে তার পিতার নাম শামসুল হক, বাড়ি কুষ্টিয়ার পোড়াদহ লেখানো হলেও প্রকৃতপক্ষে তার বাড়ি ঢাকায় বলে জানিয়েছে সাথে থাকা সামাদ। এ ছামাদও তার বিস্তারিত পরিচয় অজ্ঞাত কারণে গোপন করেছে। শুধু বলেছে, আহত মনির আমার বন্ধু। আমরা পোড়াদহ থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে রওনা হয়েছিলাম। পথিমধ্যে প্রাইভেটকারের সাথে ধাক্কা মেরে আছড়ে পড়ে মনিরের একটি পা গুঁড়িয়ে যায়। মাথায় গুরুতর আঘাত পায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিরে আবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। গতকালই তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকার পথে নেয়া হয়। শেষ পর্যন্ত তার ভাগ্যে কী ঘটেছে তা অবশ্য জানা সম্ভব হয়নি।