মেহেরপুর বন্দর মিডিয়া কাপ ফুটবলে টুঙ্গী জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বন্দর যুব সংঘের উদ্যোগে বন্দর গালার মাঠে অনুষ্ঠিত মিডিয়া কাপ ফুটবলে মেহেরপুর সদর উপজেলার টুঙ্গী একাদশ জয়লাভ করেছে। গতকাল বুধবার টুঙ্গী  একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে সদর উপজেলার আশরাফপুর একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র হয়। খেলাটি পরিচালনা করেন আবু আক্তার এবং সহযোগিতা করেন নুহু  ও রকি।