দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশের হাতে আটক আদমব্যাপারী রেজাউল করিমকে গতকাল বুধবার ৫৪ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। সে ইতঃপূর্বে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার প্রায় ২০/২৫ জন বেকার যুবককে বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভারত হয়ে সৌদিতে পাঠানোর নাম করে জনপ্রতি ৪ লাখ টাকা করে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান কুষ্টিয়া ইবি থানার উজান গ্রামের মোবারক হোসেনের ছেলে ক্ষতিগ্রস্ত মোজাম্মেল হোসেন।
এ ব্যাপারে তার নামে কুষ্টিয়া আদালতে একটি মামলাও বিচারাধীন আছে এবং সে ওই মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দর্শনা গেদে বর্ডার হয়ে ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন বিভাগের সদস্যরা তাকে আটক করে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করেন। আটক রেজাউল কুষ্টিয়া জেলা শহরের দহগোল্লা গ্রামের আব্দুস সালামের ছেলে। সে পেশায় একজন আদমব্যাপারী বলে জানা গেছে।