স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্দলীয় সরকারের দাবি জানিয়ে বলেছেন, গোটা বাংলাদেশ বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সর্বদলীয় সরকারের নামে পুনর্গঠিত মন্ত্রিসভার অধীনে পাতানো নির্বাচনে বিরোধীদল অংশ নেবে না। বিদেশিদের কাছেও সরকারের পাতানো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। নির্বাচন করতে হলে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা চাই না সংঘাত ও হানাহানি সৃষ্টি হোক। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মবার্ষিকীর আলোচনাসভায় তিনি আরো বলেন, দু-একটি গাড়ি পুড়িয়েই আন্দোলন হবে না, রাস্তায় কঠোর অবস্থান নিয়ে এ স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে। খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করতে নয়, আজকের আন্দোলন দেশের গণতন্ত্র, স্বাধানীতা-সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। সভায় সিনিয়র সহসভাপতি বজলুল হক চৌধুরী আবেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর আ.ফ.ম ইউসুফ হায়দার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ।