স্টাফ রিপোর্টার: আগামী মঙ্গলবারের মধ্যেই দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হতে পারে আগামী ৭ অথবা ৮ জানুয়ারি। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের আগে আমাদের হাতে সময় কম। আমরা দু’-একদিনের মধ্যে তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত করব। আশা করছি, আগামী সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারব।’
এদিকে সরকারের বিশ্বস্ত সূত্র জানায়, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর ভেঙ্গে দেয়া হচ্ছে নবম জাতীয় সংসদ। কমিশন ইতিমধ্যে জাতীয় সংসদ বিলুপ্ত করার জন্য রাষ্ট্রপতির মাধ্যমে সরকারের কাছে সুপারিশ করেছে। কমিশন মনে করে, সংসদ সদস্য পদ লাভজনক। ফলে পদে থেকে সংসদ সদস্যরা নির্বাচন করলে আইনগত জটিলতা তৈরি হতে পারে। আর সংসদ ভাঙ্গার পরপরই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।