টিপ্পনী

 

খবর: (ভারতে পালানোর সময় আদমব্যাপারী করিম দর্শনায় আটক)

 

দাঁড়াও বাপু খুব গোপনে

যাচ্ছো কোথায় পালিয়ে,

একটু থামো খারাপ ভাষায়

নিই তোমাকে গালিয়ে।

 

আদম পাচার ব্যবসা করে

বুদ্ধি মেলা খাটিয়ে,

পয়সা টাকা নিলে তুমি

লোকের মাথা ফাটিয়ে।

 

কায়দা করে পরের টাকা

নিচ্ছো তুমি হাঁকিয়ে,

আগেভাগে কেউ বোঝেনি

শুভঙ্করের ফাঁকি এ।

 

-আহাদ আলী মোল্লা