স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তির পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। পরীক্ষার যাবতীয় তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে। এ ছাড়া পরীক্ষার ফল যথাসময় যেকোনো মুঠোফোন থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে জানা যাবে।