স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার তরুণ সমাজের অনুকরণীয় সিঙ্গাপুর প্রবাসী সাহেদুজ্জামান টরিক চুয়াডাঙ্গায় আসছেন। তাকে স্বাগত জানাতে যেমন বন্ধুমহলে চলছে সাজ সাজ রব। সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির সভাপতি নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তাকে সংবর্ধিত করারও উদ্যোগ নিয়েছে।
চুয়াডাঙ্গা মুক্তিপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী সিঙ্গাপুরের সাহেদ গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর সাহেদুজ্জামান টরিক সিঙ্গাপুর প্রবাসী হলেও চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়নসহ তরুণ সমাজকে কর্মমুখি করার পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীকে এগিয়ে নেয়ার স্বপ্নে বিভোর। হাজি সাহেদুজ্জামান টরিক ইতোমধ্যেই তরুণ সমাজের আদর্শ হয়ে উঠেছেন। প্রতি বছর নভেম্বর মাসে তার পিতার মৃত্যুবাষির্কী পালনসহ নিজগ্রাম পাঁচ কমলাপুরে ধর্মীয় আয়োজন করেন। তারই অংশ হিসেবে তিনি চুয়াডাঙ্গায় আসছেন। আগামী ২৩ নভেম্বর তাকে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সংবর্ধনার আয়োজন করেছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি থাকবেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। সভাপতিত্ব করবেন চেম্বারের সভাপতি ইয়াকুব হোসেন মালিক। আগামী শনিবার বেলা ১১টায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।