মেহেরপুর পিরোজপুর গোল্ডকাপ ফুটবলে আশরাফপুর একাদশ জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামবাসীর উদ্যোগে পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত পিরোজপুর নকআউট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আশরাফপুর একাদশ জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ৩য় খেলায় মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর একাদশ ৩-০ গোলে মুজিবনগর উপজেলার বল্লভপুর এমএসএস একাদশকে পরাজিত করে।

খেলায় বিজয়ী আশরাফপুর একাদশের রাব্বি একাই ৩ গোলটি করে। খেলা পরিচালনা করেন লিটন এবং সহযোগিতা করেন লাল্টু ও মিন্টু। ধারাভাষ্য দেন রুমেল ও তারিক। আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, পিরোজপুর ইউপি সদস্য আব্দুল মান্নান ও ওহিদুর রহমান ডাবলুসহ বহু দর্শক খেলাটি উপভোগ করেন।