চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ও দর্শনায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

 

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও দর্শনায় ছাত্রদল বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচি পালন করেছে। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের একাংশ, আলমডাঙ্গা ছাত্রদলের একাংশ, দর্শনা ছাত্রদলের দুটি অংশ পৃথক পৃথক স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করে। চুয়াডাঙ্গা ছাত্রদলের একাংশ কেদারগঞ্জস্থ কার্যালয়ে সমাবেশ করে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের একাংশ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলা বিএনপির কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মাসুদুল হক মাসুদ। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক শাহাজাহান খান। সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মমিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুমন, পৌর ছাত্রদল সভাপতি ইমরান মহলদার রিন্টু, কলেজ ছাত্রদল সভাপতি আশিকুল হক শিপুল, সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্মসম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমার তৌফিক, সহসাংগঠনিক সম্পাদক বিদ্যুত হোসেন, পৌর ছাত্রদলের যুগ্মসম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল কাদির সোহান, মাহবুব হোসেন, রাজু, হুজাইফা, আশা, তিতাস, সরোয়ার প্রমুখ।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সদস্য শফিকুল আজম ডালিম। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক তৌফিক খান। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদল নেতা সৈয়দ লিমন, রহিদুজ্জামান, সোহেল রানা। ছাত্রদল নেতা ফেরদৌস মাহমুদ বাপ্পির পরিচালনায় বক্তব্য রাখেন কলেজ ছাত্রদল নেতা শান্ত, অনিক, রাশেদ, সাগর, সাহাবুল, সবুজ, সাজু, আকরাম, রিপন, মামুন, রাজিব, সোহাগ, ইমরান, রুবেল প্রমুখ।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের দুটি পক্ষ। গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনা রেলবাজারের বটতলা থেকে দর্শনা পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পুরাতন বাজার মোড়ে গিয়ে সমাবেশ করেছে। দর্শনা পৌর ছাত্রদলের সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেট, ইকবাল হোসেন, ফারুক হোসেন, মোমিনুল, সরাজ, তোতা, রবি মেম্বার, নাজিম, খালেক, ডাবলু, ব্রাইট, নুরুজ্জামান, সোহেল, মুকুল, বাবু, আরেফিন, রাজু, জনি, রানা, মালেক, আমজাদ প্রমুখ। একই দিন দর্শনা ছাত্রদলের আয়োজনে দর্শনা পুরাতন বাজার রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পুরাতন বাজার মোড়ে পৌঁছে সমাবেশ করে। ছাত্রদল নেতা জাহান আলীর সভাপতিত্বে সভায় আলোচনা করেন দর্শনা পৌর যুবদলের সাধারণ সম্পাদক নাহারুল ইসলা, বিএনপি নেতা শফিউল্লাহ, নুর ইসলাম, আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা হাসানুজ্জামান, নাসির উদ্দিন খান হাসু, টুটুল শাহ, সজিব, লিংকন, সোহাগ, জাকির, রুহিন, রিপন, সোহান, শরীফ, মোতালেব প্রমুখ।