স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তি দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকদের একটি সংগঠন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি পালন করা হবে। শ্রমিক নেতা ওসমান আলী জানান, শিমুল বিশ্বাসের মুক্তি দাবিতে এর আগে ১৪ নভেম্বর উত্তরবঙ্গে পরিবহন ধর্মঘট ডাকা হয়। সে সময় সংগঠনের সভাপতি ও নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের আশ্বাসের প্রেক্ষিতে ওই কর্মসূচি স্থগিত করা হয়। তবে এর মধ্যে তাকে মুক্তি দিলে ধর্মঘট প্রত্যাহার করা হবে বলে জানানো হয়। সংগঠনের যুগ্মসম্পাদক আব্বাসউদ্দিন জানান, সব ধরনের যান চলাচল বন্ধ থাকলেও গণমাধ্যমের গাড়ি ও অ্যাম্বুলেন্স ধর্মঘটের আওতামুক্ত থাকবে।