নির্বাচনকালীন মন্ত্রী পরিষদের শপথকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল

 

মাথাভাঙ্গা ডেস্ক: মেহেরপুর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও গাংনীতে ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে। নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রী পরিষদের শপথ গ্রহণকে স্বাগত জানিয়ে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়। তবে চুয়াডাঙ্গায় আনন্দ মিছিল বের করা হয়নি। কারণ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মীর্জা সুলতান রাজার মৃত্যু এবং শোকার্ত পরিবেশে দাফন নিয়েই নেতৃবৃন্দের সময় কাটে।

গতকাল সোমবার নতুন ৬ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রী পরিষদ আখ্যা দিয়ে মন্ত্রী পরিষদ গঠন করা হয়। নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রী পরিষদের আওয়ামী লীগের ২জন, ওয়ার্কার্স পার্টির একজন ও জাতীয় পার্টির ৫ জনকে গতকাল শপথ গ্রহণ করানো হয়। সফলভাবে শপথ গ্রহণকে স্বাগত জানিয়ে মেহেরপুর ও গাংনীসহ দেশের অধিকাংশ স্থানে আনন্দ মিছিল বের করা হয়।

মেহেরপুর অফিস জানিয়েছে, সর্বদলীয় সরকারের মন্ত্রীরা শপথ নেয়ায় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মেহেরপুর শহর আওয়ামী লীগের সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যারাতে মেহেরপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি অ্যাড. আব্দুস সালাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, সহসভাপতি ডা. ওমর ফারুক, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, যুগ্মসম্পাদক নিশান সাবের, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, শহর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলামীন ইসলাম, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ। পরে শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের নেতৃত্বে শহরে একটি আনন্দ মিছিল বের করা হয়।

মেহেরপুর অফিস আরও জানিয়েছে, মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপক ও সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের হোটেলবাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপকের সভাপতিত্বে হোটেলবাজার ৩ রাস্তার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বর্তমান সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুনায়েত ইসলাম জুলফিকার আলী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, সাধারণ সম্পাদক কুদরত-ই খোদা রুবেল প্রমুখ।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনী উপজেলা শহরে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। গতকাল সোমবার দুপুরে গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনের নেতৃত্বে ডিগ্রি কলেজ ক্যাস্পাস থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ডে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবীব ও ছাত্রলীগ নেতা রতনসহ নেতৃবৃন্দ।