দর্শনা অফিস: দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে নেশার টাকা না দেয়ায় পিতার মাথায় কোদাল দিয়ে কোপ দিয়েছে কুলাঙ্গার ছেলে রাজ্জাক। পুলিশ অভিযুক্ত রাজ্জাককে গ্রেফতার করেছে।
জানা গেছে, দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর স্কুলপাড়ার মওলা বক্সের ছেলে রাজ্জাক দীর্ঘদিন থেকে মাদকাসক্ত। নেশার কারণে প্রায় প্রতিদিনই রাজ্জাক বাড়িতে অশান্তি সৃষ্টি করে থাকে। গতকাল সোমবার দুপুরে রাজ্জাক তার পিতার নিকট নেশার জন্য টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় সে গোয়াল থেকে গরু খুলে নিতে যায়। এতে বাধা দিতে গেলে কোদাল দিয়ে মওলা বক্সের মাথায় কোপ দেয় রাজ্জাক। মুমূর্ষু অবস্থায় মওলা বক্সকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পিতার মাথায় কোদালের কোপ দিয়েই সটকে পড়ে রাজ্জাক। খবর পেয়ে দর্শনা আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স ও স্থানীয়দের সাথে নিয়ে পার্শ্ববর্তী শৈলমারী বিলের মাঠ থেকে রাজ্জাককে গ্রেফতার করেন।