মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় আহত বিদ্রোহীদের শীর্ষ স্থানীয় একজন কমান্ডার গত রোববার রাতে মারা গেছেন। দেশটির আলেপ্পতে বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বৃহস্পতিবার সরকারি সেনাদের বিমান হামলায় তিনি আহত হন। তার নাম আবদুল কাদের সালেহ। তিনি বিদ্রোহীদের তৌহিদ বিগ্রেডের নেতা। তিনি হাজী মারিয়া নামেও পরিচিত।