মেহেরপুর অফিস: গতরাতে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের টুঙ্গী-সোনাপুর সড়কে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে ছিনতাইকারীরা। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, গতকাল রোববার রাত ৮টার দিকে টুঙ্গী-সোনাপুর সড়কের পাশে ৮/১০ জনের ছিনতাইকারীদল অবস্থান নেয়। ওই সময় কাঁঠালপোতা গ্রামের হাশেমের ছেলে কৃষক শাহীন মেহেরপুর শহর থেকে কাঁচামরিচ বিক্রি করে ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছামাত্রই ছিনতাইকারীরা তাকে দাঁড়াতে বলে। ওই সময় শাহীন তার আলগামন নিয়ে দ্রুত ওই স্থান পার হতে গেলে ছিনতাইকারীরা পেছন থেকে তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমাটি বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি। এ বিষয়ে পিরোজপুর আইসি ক্যাম্প ইনচার্জ মধু সরকারের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে জানান, এ বিষয়টি তার জানা নেই। কেউ তার কাছে অভিযোগ করেনি। তবে পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামছুল আলম বলেন, তিনি ওই এলাকার মানুষের সাথে কথা বলে বোমা বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত হয়েছেন।