জীবননগরে প্রতারণার হাত থেকে রক্ষা পেলো এক মহিলা

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার হাসাদাহ বাজারের সোমাইয়া টেলিকমের স্বত্বাধিকারী বদরুদ্দোজা শ্যামলের বুদ্ধিমত্তার কারণে প্রতারণার হাত রক্ষা পেলো এক মহিলার ১৬ হাজার টাকা।

গতকাল রোববার বেলা ১১টার দিকে হাসাদাহ বাজারপাড়ার হামিদুল ইসলামের স্ত্রী আছমা খাতুনের মোবাইলফোনে এক প্রতারক ফোন করে বলে, লটারিতে আপনি ১ লাখ টাকা জিতেছেন। এ টাকা নিতে হলে আপনাকে আধ ঘন্টার মধ্যে ১৬ হাজার টাকা আমাদের নম্বরে বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। এরপর ওই মহিলা ১৬ হাজার টাকা বিকাশ করার জন্য সোমাইয়া টেলিকমে যান। এ সময় সোমাইয়া টেলিকমের স্বত্বাধিকারী বদরুদোজ্জা শ্যামলের বিষয়টি নিয়ে সন্দেহ হলে তিনি টাকা বিকাশ না করে ওই মহিলাকে বাড়িতে ফেরত পাঠান।