টিপ্পনী

 

খবর: (ঝিনাইদহে মাছবাজারে চাঁদা না পেয়ে মারপিট লুটপাট ভাঙচুর)

 

শুতে যাবেন খেতে যাবেন চাঁদা চায়

হুমকি দিয়ে ধামকি দিয়ে দাদা চায়

দিনে কিংবা রাতে,

সয় না যে আর ধাতে।

 

সকাল বিকেল মুঠোফোনে টাকা চায়

অমুক নামের অমুক বড় কাকা চায়

ঘরে কিংবা বাইরে,

শান্তি কোথাও নাইরে।

 

হুমকি দিয়ে রাতবাহিনীর নানা চায়

পয়সা কড়ি এবং সোনা-দানা চায়

বললে কিছু হত্যা,

কোথায় নিরাপত্তা!

 

 

-আহাদ আলী মোল্লা