দামুড়হুদা প্রতিনিধি/আটকবর প্রতিনিধি: দামুড়হুদার জগন্নাথপুর গ্রামের সাবেক মেম্বার আওয়ামী লীগ নেতা রমজান আলীর বাড়ির গেটের সামনে পরপর দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতীরা। বোমা দুটি বিকট শব্দে বিস্ফোরিত হলে গোটা এলাকার মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। বোমা বিস্ফোরণের খবর পেয়ে নাটুদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আজিমুল হক ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত বোমা দুটির আলামত উদ্ধার করেন। দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্যেই এ বোমার বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, বিস্ফোরিত বোমা দুটি তেমন শক্তিশালী নয়। পটকা টাইপের বোমা দুটি জর্দার কৌটায় ঢুকিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কেউ হতাহত হয়নি এবং ভয় পাওয়ারও কিছু নেই। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে জগন্নাথপুর গ্রামের সাবেক মেম্বার রমজান আলীর সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। গতকাল রোববার রাত ৮টা ৪০ মিনিটে এ বোমা হামলার ঘটনা ঘটে।