চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর ব্যাগ থেকে আবারও টাকা চুরি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীর বিছানায় থাকা ব্যাগ থেকে আবারও টাকা চুরি হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে চোখের পলকে ব্যাগ থেকে চিকিৎসার টাকা চুরি হয়।

জানা গেছে, ঝিনাইদহ মহেশপুরের কোরিচা গ্রামের মৃত আবদার আলীর স্ত্রী নেছারন অসুস্থ। তার চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোগী নেছারনের পাশে ছিলেন পুত্রবধূ। তিনি ওষুধ কিনতে বাইরে যান। ফিরে দেখেন ব্যাগে রাখা ৩ হাজার টাকা নেই।

বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে একের পর এক চুরির ঘটনা ঘটছে। সুযোগ পেলে শিশুদের গলা থেকে সোনার চেনও ছিনিয়ে সটকে পড়ছে মহিলা ছিনতাইকারীসহ মাদকাসক্তের দল। চোরচক্রের উৎপাতে রোগী সাধারণ অতিষ্ঠ হলেও হাসপাতালের পক্ষে পুলিশকে যেমন জানানো হচ্ছে না, তেমনেই পুলিশও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ফলে চোরচক্র দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।