স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আইসিসি বিশ্বকাপ টি-টোয়েন্টি ২০১৪ খেলার টিকেট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। অগ্রণী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা বড় বাজার শাখায় আজ রোববার সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়। বিক্রির প্রক্রিয়া নিয়ে ক্রেতাদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভীড় ঠেকাতে পুলিশ মোতায়েন হলেও তাদেরকে হিমশিম খেতে হচ্ছে।
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক শাহাদাৎ হোসেন জানান, আইসিসি’র মনোনীত দুজন প্রতিনিধি টিকেট বিক্রির দায়িত্বে রয়েছেন। প্রতিদিন ৭০ টি করে টিকেট বিক্রির কথা থাকলেও ব্যাংক চত্বরে ভোর থেকেই ৪/৫শ ক্রীড়ামোদী দর্শক ভীড় জমাতে থাকেন। একজন ক্রেতা সর্বোচ্চ চারটি করে টিকেট পাবেন। এখানে ৫০ থেকে ১০০০ টাকা মূল্যের টিকেট পাওয়া যাচ্ছে।
টিকেট বিক্রির দায়িত্বে নিয়োজিত মো. নয়ন জানান, ইন্টারনেটের দুর্বল গতির কারণে একটি টিকেট বের করতেই ১০ থেকে ১৫ মিনিট সময় লেগে যাচ্ছে। তিনি জানান, আগামী দেড়মাস ধরে এ টিকেট বিক্রির কার্যক্রম চলবে।