ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহের ওয়াপদা কাঁচাবাজারে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তরুনের নেতৃত্বে একদল যুবক মাছ ব্যবসায়ী হামিদের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা হামিদকে বেধড়ক মারধর করে। পাশের মাছ ব্যবসায়ীরা হামিদকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরকেও মারপিট করা হয় এবং রামদা দিয়ে কোপ দেয়। এতে জীবন, গোলাম, বজলু, ফরিদ ও নাসির আহত হয়। চাঁদাবাজরা হামিদসহ কয়েক মাছব্যবসায়ীর ক্যাশবাক্স লুটপাট ও দোকান ভাঙচুর করে। পরে কয়েক পাইকারী মাছব্যবসায়ীর নিকট থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনার প্রতিবাদে ওয়াপদা মাছব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য মাছ বিক্রি বন্ধ করে দেয়।
এ ব্যাপারে ঝিনাইদহ পাইকারী মাছব্যবসায়ী সমিতির সভাপতি শেখ মুজিত তালুকদার এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন। গ্রেফতার না হওয়া পর্যন্ত ওয়াপদা বাজারে মাছ বিক্রি বন্ধ থাকবে বলে তিনি জানান।