জীবননগর ব্যুরো: গতকাল শনিবার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে পুকুরে ডুবে এক মাদকাশক্ত ও মাধপুরে মাঠে কৃষিক্ষেতে সেচ দেয়াকালে শ্যালোমেশিনের পানির কূপে পড়ে এক মৃগিরোগী কৃষকের করুণ মৃত্যু হয়েছে। এলাকাবাসী মাদকাশক্ত দেলোয়ার হোসেন (৩৫) ও কৃষক জহুরুল ইসলামের (৩৫) লাশ পুকুরে এবং শ্যালোকূপে ভাসতে দেখে পুলিশে খবর দেয় ও উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, খয়েরহুদা রিফুজিপাড়ার শাহজাহান আলীর ছেলে গরুব্যবসায়ী দেলোয়ার গতকাল সকাল ১১টার দিকে নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরছিলো। ৩ সন্তানের জনক মাদকাশক্ত দেলোয়ার গ্রামের কদম আলী মাস্টারের পুকুরের ধার দিয়ে আসাকালে নেশার ঘোরে পুকুরের পানিতে পড়ে গিয়ে উঠতে ব্যর্থ হয়। দুপুরে তার লাশ পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এছাড়াও উপজেলার মাধবপুরের রুস্তম আলীর ছেলে মৃগিরোগী জহুরুল ইসলাম গতকাল সকালে মাঠের কৃষিক্ষেতে যায় সেচ দিতে। সেচ দেয়াকালে শ্যালোমেশিনের পানির কূপে পড়ে গিয়ে তার করুণ মৃত্যু হয়।