স্টাফ রিপোর্টার: পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত হয়েছে। আহতদের মধ্য একজনকে ঢাকায় রেফার করা হয়েছে। অপরজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা শঙ্করচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের ইউনুচ আলীর ছেলে রুবেল (১৮) শুক্রবার বেলা ৩টার দিকে মোটরসাইকেলযোগে ঝিনাইদহে যাচ্ছিলেন। তিনি পথের মধ্যে দুর্ঘটনার শিকার হন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপরদিকে গতকাল শনিবার বেলা ১টার দিকে দামুড়হুদা উপজেলার পীরপুর গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী সানজিতা খাতুন চুয়াডাঙ্গা থেকে স্বামীর সাথে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চুয়াডাঙ্গা দর্শনা সড়কের সিঅ্যান্ডবি নামকস্থানে পৌঁছুলে দুর্ঘটনা শিকার হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।