গাংনীর গাড়াডোব ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর এফসিবি চ্যাম্পিয়ন

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাড়াডোব কাজলা ক্রীড়া চক্র ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মেহেরপুর এফসিবি ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত শুক্রবার বিকেলে গাড়াডোব ফুটবলমাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে গোপালনগর একাদশকে পরাজিত করে এফসিবি চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত খেলা গোলশূন্য ড্র হয়। গেলো কয়েক বছর ধরে কাজলা ক্রীড়া সংঘ এ টুর্নামেন্টের আয়োজন করে আসছে। জেলা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলার ১৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। বিজয়ী ও রানারআপ দলকে ছাগল পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট রাজনীতিক গাড়াডোব গ্রামের আখেরুজ্জামান, আজিজুল মাস্টার, আনছার মণ্ডল ও শরিফ উদ্দীন। টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন কাজলা ক্রীড়াচক্র ক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক আজিজুল হক। ফাইনাল খেলা পরিচালনা করেন মতিয়ার রহমান, নজরুল ইসলাম ও জুয়েল।