মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা জেহালা ইউনিয়নের খুদিয়াখালীর বীর মুক্তিযোদ্ধা মসলেম মল্লিক (৬৫) ফুসফুসে ইনফেকশনজনিত কারণে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। খুদিয়াখালীর মৃত নইমদ্দিন মল্লিকের ছেলে বীর মুক্তিযোদ্ধা মসলেম উদ্দিনের ফুসফুসে ইনফেকশন হয়ে পানি জমেছে। গত ৭ নভেম্বর তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কয়েকদিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার অবস্থার অবনতি হলে গতকাল শনিবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। পরিবারের লোকজন তার সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।