খবর: (সঞ্চয়ের টাকা হাতিয়ে নিয়ে আদর্শ ফাউন্ডেশন লাপাত্তা)
পরের টাকা নিলেন তুলে তুলে
মুড়ো খেয়ে গেলেন ফুলে ফুলে
গালের চোয়াল গেলো ঝুলে ঝুলে
শেষে কেন যাচ্ছো ভুলে ভুলে?
শতেক রকম কাণ্ড করে করে
পয়সা কড়ি নিলেন ধরে ধরে
গেলো যখন তবিল ঝোলা ভরে
কায়দা বুঝে অমনি গেলেন সরে।
আগে নাকি ভালো বেসে বেসে
খাতির করে বাড়ি এসে এসে
কুকচি গাদন খেলেন টেসে ঠেসে
তাইতো বুঝি মলেন ফেসে ফেসে।
Ñআহাদ আলী মোল্লা